একটা শ্যেন দৃষ্টি অপলক আমাকে
                        লক্ষে রেখেছে !
  সন্দেহ ঘ্রাণ শোঁশোঁ শব্দে আমার
                   চারদিক ছড়াচ্ছে ।
পুরানো কৌশলে গোপথের পথে কারা
                       পদচিহ্ন ফেলেছে !
নির্বুদ্ধিতা আমার আত্মপ্রকাশ করে
                         নিষ্ঠাকে খুঁজছে ।
অসহায় ভেবে সহযোগিতা নেমে
                          মান হারিয়েছে ,
সহজ সরল লৌকিক চেতনা প্রদান
                        মিথ্যা বানিয়েছে ।
উপকার কেবল নিজের ভাবা শ্রেয়
                         স্বার্থই ভাবাচ্ছে !
পরোউপকারে নৈতিকতা খওয়ায়  
                          দিন বদলাচ্ছে।
যারা যেখানে ছিল, আজ ও সেই খানে
                         অবনতি ই চলছে!
সকলের ভালো,ভাবার প্রয়াস আমার
                            হাস্যকর হয়েছে ।
দরিদ্র কে দিলে তোমার বাড়বে !
                        আরো তারা চাইছে!
আপনের মত মান দিয়ে ওঠালে  
                       তোমাকে ই নামাচ্ছে ।
আমার নির্বুদ্ধি আমায় শাসায়
                       সে আমায় বুঝেছে !
মানুষিক ব্যধি তাঁদের হয়ে থাকে
                       যারা মঙ্গল চাইছে ।
সেই নীতি বাক্যের আছি পক্ষে ,যারা
                       মানবিকতাকে চিনেছে ,
নদীর ধারা যেদিকে যে ভাবে গড়ায়
                         এ ভাবে  হারিয়েছে ।