বিশ্বাসের শক্তিতে অগ্নি সম স্ফুলিঙ্গ ,
উজ্জল আলোকে ঝলসাইয়া ওঠে ,
মুহূর্ত ডুবিতেছে , আঁধারে যাহাদের-
উদ্ধারের বাড়াইয়া দিও অঙ্গ ।
পঙ্গু করাইয়া রাখে পাপ সম মনো ,
গোঁড়ামীর ব্যপ্তি, হানে  সর্বাধিক –
ক্ষীণ বিশ্বাসে পাইয়াছি অব্যর্থ ঔষধি ,  
বিনা অস্ত্রে ও জয়ী হইয়া যায় রণ  !
অন্তরের দিব্য সত্তাকে, জাগ্রত করাইয়া ,
তুমি  বিরাজিত হইও অন্তর মাঝারে !  
আমিত্বজনিত দুর্বল প্রবঞ্চনা ত্যগে
প্রভু ! তোমাতে বিশ্বাস দিও বারাইয়া।  

  
              
,