(১)
সোমনাথ কাল রাতে হতে ফেরার –
চিরুনি তল্লাশি চালিয়েছেন পুলিশ !
মায়ের আর্তনাদ! এ নয় গো , থামার –
না না মুনির চোখে না না,অশ্লীল নলিশ।
হয়ত পাচারে যুক্ত , রেখেছে নিজেরে গুপ্ত !
ফষ্টি নষ্টি করে ! চোরা পথ ধরেছে ধাঁধার ?
রাজনীতির ছিল ভক্ত বেঁধেছে  কেউ হয়ত শক্ত !
পাঁকের ঘোলা জলে , দিয়েছে, নিয়ত ডুব সাঁতার ।
উন্নতশিরে, চলতে চায় সমান্তরালে ,আজকের নবীনরা-  
কারোর বিপদে ঝাঁপিয়ে, দিয়েছে অঘোরে,কত অমূল্য প্রাণ !  
অকালে হারিয়ে ,দ্বারে ঘুরে ফেরে, সাহায্য পায় না পরিবাররা।  
যদি ঘরে ফেরে ,কি ভাবে বাঁচে রাখতে পেরেছে কি তাদের মান?
                            [২]
কত কেলেঙ্কারি  নিত্য পেয়েছে অনুসন্ধান কারী –
সন্দেহ দানা বাঁধা  এ কোন সঙ্কেত উপেক্ষার নয় !  
রাস্তায় যে ভাবে গাড়ী ,নিমেষে প্রাণ নিচ্ছে কাড়ি !
দুর্ঘটনা- দুর্ভাগ্যক্রমে  সতর্ক হয়েও পথ চলা সংশয় ।
কত সোমনাথরা এ ভাবে হারায় জন সমুদ্রের পদতলে,
পুলিশি প্রণালী অর্ধ সমাপ্ত পাতাটাই নিখোঁজের খোঁজে !  
কারো ফিরে নেই দেখার সময় প্রতি নিয়ত ই এভাবে ঘটে চলে ,
সালিশি সভা বসায়  মড়ার খুলীর উপরে রাজনীতি গোঁজা গোঁজে  
গাড়ী হাঁকিয়ে রাজা দিচ্ছে সাজা অগ্রাজ্য থাকে আমীর সভ্যজনের   জাঁদরেল লড়ি পিষেছে সোমনাথেরে  নির্দোষে গেল মৃত্যু বরণে ,
নির্দয়রাএই ভাবে গা ঢাকে সবে সমাজ সব ই তো অভ্যজনের !  আসামী যারা শাস্তি যদি পেত তারা সকলের থাকতো তবে স্মরণে