স্ফটিক শিলার উপর আসীন
শ্রী রাম- হনুমান বিচারাধীন     সীতা কে করবে স্বাধীন ?
                     রাবণের ঘনিয়েছে দুর্দিন ।
                    মহাবীর তছনছ করলেন লঙ্কায়
   করুণাময় প্রভুর কৃপায়        অসীম শক্তির উপস্থাপনায়
                     বল বুদ্ধি নিরন্তর তাঁর সহায় ।
                    প্রভুর প্রেমে বিগলিত বিহ্বল হন
শরীরে পুলক –প্রেমাশ্রু শিহরণ   ভক্তি সাগরে নিমজ্জিত হনুমান
                    তাঁর ভক্তের, অল্পে ই প্রসন্ন রন।
                     মহাবীর প্রভুর সেবায় করেন ধ্যান
কায় মন বাক্য তাঁর জ্ঞান          পর্বত শিখরে পারি দেন
                     অসম্ভব কে  সম্ভব করে নেন ।
                      সিঁদুরে আয়ু বাড়ে ,জানেন
সর্বাঙ্গে তাই সিঁদুর মাখেন        প্রভু কে এমন ভালোবাসেন
                     ব্রম্ভচারিত্ব ধারণ করেন ।
                    যুগ যুগান্তর খচিত তাঁর সুনাম
সঙ্কট মোচন তাঁর কাম            বিপদে ভক্তের দেন দাম
                     উদ্ধারে ব্যস্ত মহাবীর, অবিরাম ।