তুষারে আবৃত শান্ত প্রকৃত
          কান্তিময় রূপ বান ,
সরকার স্বভাব বহনে অভস্থ
          গর্বিত তাঁর আচরণ।
কষ্টি পাথরে গড়া মূরতির মত
              গুণের বর্হীর প্রকাশ ,
পদ্ম পাতার জল ফুঁয়ে গড়ায়
        কোমল অন্তরের আভাষ।
ভয়ার্ত ভারত আশ্রয় নিয়েছে
          হিমালয়ের বক্ষ স্থলে ,
তোমার যতনে আপ্লুত পরিবার
            তোমার স্নেহের ফলে।
প্রথম সূর্য তোমার কোলে
    ঘুম ভাঙ্গা নতুন ভোরে,
আলতু প্রেমের আলিঙ্গন মেখে
         থেকেছি সুখের পর্বত শিখরে।
তোমার শাসন যায়নি উপেক্ষায়
          সাফল্যের দ্বার তাই সম্মুখে,
পিতার উপহার রেখেছি অপেক্ষায়
           অন্তিম যেন কাটাও সুখে  ।
অকালে ফেলে কেন গেলে চলে ?
           কত ছিল মনে আশ !
অপূরণ সেবা- পরজন্মে পূরণে
            পিতার ই অভিলাস ।