কি নিয়ে তোমার জন্মের প্রথম সুরুয়াত ?
কাঁটা নিয়ে কাটানো এটাই, হকিকত ?
কেমনে নিভাবে না জানি! রস্মে উলফত !
তোমার সহ্যের আছে বহুত , হিম্মৎ ।
বোঝেনি হয়ত কেউ তোমার মহব্বত !
মরুভূমি একাই কেবল দিয়েছে ইজ্জৎ ।
দূরে ঠেলে সকলে , রাখে হরবকৎ ,
ফুলের জন্য কারো নেই ফুরসত ।  
আল্লার কৃপায় জান- তাঁরই জরুরত !
পৃথিবীতে পেলে স্থান এটাই কিসমত ।
কাজের মাঝে হামেশা, ডেকো ইবাদত !
সুখ দুঃখ ফুল কাঁটায় তো আসল জন্নত ।