নির্ধারিত সময়ের ধার ধরে নয়-
অফুরন্ত সময় পেলে ভালোই হয় !
অপরের  জন্য করা দিনের অপচয় ,
শক্তির ঘাটতির কোন, হয়না সঞ্চয় ।
ব্যরামের বিরাম নেই রোগী ই সারাক্ষণ !
অনুভূতি, জলাঞ্জলি ,নিষ্প্রাণ এক আচারণ ।
কারো ফ্যাচ ফ্যাচানি  কারো গুর  গুরানি ,  
হরেক রোগ সারাতেই আমার এখন হাঁপানি ।
যমে মানবে লড়াই কেটে ছেঁটে সেই রোগ তাড়াই ,  
ডাক্তার হওয়ার চাই তে ভালো হতেম যদি কষাই।
মজা না করলে নিজেদের, সুস্থ রাখা দায় –
সারাদিন কাটে যাদের মানুষের সেবায় ।