যত্নে ঢেকে রথে চরে
             এল মোদের ভাই !
আদর ভড়ে কোলে করে
               নাম দিল টুবাই ।
সন্তর্পণে সবার গোপনে  
               দুষ্টুমি তার সদাই ,
না চাইতে সবের জোগাড় ,
              পাচ্ছে মণ্ডা মিঠাই ।
এত সাচ্ছন্দ কজন পায় !
           আমার এ- অজানাই ।
ব্রাম্ভান ঘরে আলো ছিল
               কোন অভাব নাই !
মা ছিল তার অতি ধার্মিক
        বিচার আচারে শুচিবাই ।
বড় হয়ে জাত পাত তার
              মানার নাই বালাই ।
মুসলমান মেয়ে ঘরে তুলে বলে
          ভেদাভেদ হাটাতে চাই !
নতুন শিশুর নতুন আসরের
           অজানা এই নাট্য টাই !
ভাবিয়ে তোলে কেউ নেয়না কোলে
          আমি কি এর জন্য দাই ?
স্নেহের টানে মায়ার দানে
            ভুলল একে একে সবাই ,
জাতের চেয়ে বড় মনুষ্যত্ব
                    তার উপরে নাই ।