গা মসৃণ রূপোলী রঙের
সৌন্দর্যে পরিপাটি ,
বেশি থাকে পদ্মার জলে
মুখে গুঁজে মাটি ।
স্বনাম ধন্যে,গুণের ঠেলায়
মূল্য তোমার  বেশি ,
তোমার কদরে বিদেশীর লোভে
কম পায় দেশী ।
আভিজাত্যের ভোজে বিলাসিতায়
নানান পদের রন্ধন ,
কচু পাতায় পেঁয়াজ বাটায়
হরেক স্বাদের ব্যঞ্জন ।
শর্ষে কিম্বা পোস্তো মাখায়
আলাদা চাহিদা বাড়ায় ,
তেলে ভেজে,নুন তেল মেখে
লালসা সামলানো দায় ।
তোমার চাহিদা সর্ব জাতের
খাওয়াতে ভেদাভেদ কম  
নিম্ন বিত্তের পাওয়া আকাশ কুসুম
ছোঁয়ার ই নেই দম ।
বর্ষা এলে ভরসা মনে
ওপার হতে আসবে !
বাজারে তখন সবার হিসাবে
সামঞ্জস্য দামে পাবে ।
বাঙালীর ঘরের ঐতিজ্য
জামাইর বেশি জোটে
সব মরসুমে সবাই খুশি
ইলিশ পড়লে পেটে ।