সুন্দর তর নির্মল সম
প্রাণের উপজ্ঞা ,
সঙ্গীত সাধনা সাধ্যানুরূপে
নিষ্ঠা অনুরাগির যোগ্যা ।
অগ্নি আর প্রাণের সঞ্চারে
নাদ হতে উৎপত্তি ,
গীত বাদ্য নৃত্যের সমষ্টিতে
বৃহত্তর ব্যপ্তি ।
ব্রম্ভার সৃষ্টি সরস্বতীর বীণায়
সুরের আগমন ,
গূঢ় মর্ম ই সঙ্গীতে সন্তর্পণ
ঐশ্বরিক আস্বাদন ।
স্থায়ী অন্তরা আভোগে কন্ঠ
আন্দলিত করে
সুরের সাগরে নিমজ্জিত ভাব
ধ্বনিত হয় ঝংকারে ।
সঙ্গীতের সদালাপে হৃদয়ের তান
বেদনাকে ভুলায় ,
সুসজ্জিত অলঙ্কারের সাধনায়
মগ্ন রাখে অন্তরায় ।
জীবন বৃত্তান্তের গভীর প্রেরণায়  
দূরীভূত করে নিষ্প্রভতা ,
শ্রেষ্ট সাধনার সুখময় স্পর্শে
থাকেনা বিষণ্ণতা ।
সাষ্ঠাঙ্গে তোমারে প্রণাম জানাই
স্বস্তি তোমাতে পাই ,
পরম মিত্র সঙ্গীতের মত
আন্তরিক কেহ নাই ।