বিবেকর এই দংশনে প্রাণ
ওষ্ঠাগত প্রায় ,
মনের খাতা খুলতে গেলেই
সমস্যা এসে যায় ।
বইয়ের পাতা হাতছানি দেয়
নতুন কিছু জানাতে ,
শেখার আগ্রহ শুরু তেই শেষ
মেয়ের নিদ্রা জাগতে ।
ভোর পাঁচটায় ছেলের টিফিন
সময় গড়ালে ন –টাতে ,
স্বামীর ভাতের চলে তোড়জোড়
বেড়ে দি আধ ফোটাতে ।
ভাবনা যখন উঁকি দেয় মনে
কলম যাই ধরতে ,
হরেক কাজের চাহিদার ডাকে
বেলা চলে ফুরাতে ।
যখন তৃপ্তির ঘুমে আচ্ছন্ন সবাই
আমি হই চাতক পাখি ,
গভীর রাতে পেঁচার মত পাতায়
লেখায় চোখ রাখি ।
আমার নেশা নয়কো পেশা
আনন্দের লেখা লেখি ,
উন্মুক্ত চৌকাটের বাহিরে যেতেই
সাহিত্যের চোখা চোখি ।