গরীয়ান পুত্র বীর সন্ন্যাসী
             তুমি বিবেকানন্দ –
১২ ই জানুয়ারি জন্ম তিথিতে
             গৌরাম্বির আনন্দ ।
ঠাকুর রামকৃষ্ণ - প্রেরণা দিলেন  
           বিশ্বজন কৃতার্থ হলেন ।
সমগ্র জাতির ভেদাভেদ বিলোপে
           বিশারদ  একজন এলেন ।
বিতর্কে জড়িয়ে শিকাগো মহাদেশে  -
            পাণ্ডিত্যের হল সমাবেশ
তোমার বানী বিবর্তন-বিকশিত -
                জাগাল ঘুমন্ত স্বদেশ ।
অশোক মনা, উদার ভাবনা
             বলিষ্ঠ কর্ম নিরূপণে ,
বিভুতি মিশ্রিত শোভা বিভাস –
            সরল সিদ্ধ  জীবনে ।
যুগান্তর বিস্তৃত সংস্কৃতি তোমার –
          বিলিয়েছেন পাঠ  মহাজনে ,
একটি ও বানী অঙ্গীকার হলে জনে –
            তবে সার্থক জন্ম ভুবনে ।।