তোমার ডাকে সাড়া দিতে
বোয়েই আমার গেছে !
না আছে কোন –ছিড়ি ছাড়  
মুখ থাকে যার ব্যাজার-,  
চায়ের পেয়ালা এগিয়ে দি
ঘুম এসে যায় পাছে -  
তোমার সাথে ভাব রাখতে-
বোয়েই আমার গেছে !!
যখন তখন গর্জে ওঠ –
আবার যাও ঝিমিয়ে !
ঝিমানোতে হক চকাই –
হঠাৎ ওঠ ঝাঁঝিয়ে !!
আমায় ছেড়ে আমার নিদ্রা-
কোথায় লুকিয়ে আছে ?
তোমার সেবা বেশি করতে-
বোয়েই আমার- গেছে !!  
যেখানে খুশি না হলেও নিশি –
ট্রামে বাসেও ঢলে –
গা এলিয়ে,পিঠ টান করে –
সানাইয়ের সুর ,চলে ।
বাঘের ডাকে ইঁদুর পালায়
কুকুরের ডাকে বিড়াল –
মধ্য রাতে গাড়ীর হর্ন ?
এই বুঝি হল – সকাল !
নাক ডাকার এমন সাড়ায় –
জাগছে অন্য খেয়াল ---
দশ চড়ে যার ,রা নেই
ঘুমলেই যত ভেজাল ?
শব্দ জব্দ না হলে ভাই  !
আমি ই হব বেহাল –  
বোমাবাজি তে ডিকবাজি খেয়ে
নাকবাজিতে রসাতল ।
সোহাগ করে বলে শুধু
কটা গো এখন বাজে ?  
তোমার ডাকে নাক বেঁকিয়ে –
জেগে কাটাই কাজে !!