শাঁখ বাজলেই বুঝতে হবে
              সন্ধ্যা এল বুঝি নেমে,
পান চিবিয়ে মজলিসী বসিয়ে
           গিন্নীরা তৈরি ফুল দমে ।
কুট্টি পিসি যিনি পরিচিত খুব তিনি  
              মাতাতেন মুখোরচ গল্পে !
কোন পটভূমি তে কার আগমন –
                  তাল পাকাতোই অল্পে ।
বৃহত্তর সমালোচনার ঢেউ –
                 আছড়ে পড়ে যেন মুখে !  
মোহনার তীরে এসে থামেনা-
                  আঁকড়ে ধরে আরো সুখে ।
যার কথা তার সামনে
           বলে ফেলে বেমালুম –
ঘরের কথা পর কে জানিয়ে
                নিত্য করে জুলুম ।
গোপন খবর রাখতে গেলেই
             পেট ফুলে তার যায় !
নিন্দা শোনা মন্দ গাওয়ার –
              সুন্দর সময় কাটায় !
দুনিয়াদারীতে এত ব্যস্ত
             খিড়কি তে থাকে মন –
কুক্কুট বললে হবে না মন্দ
            সন্দেহ জনক আচরণ !
অনেকের এতে হয় অবশ্য ভালো ,
               অচেনা চেনা লাগে !
ঘোমটার আড়াল উঠলে আলোর
                  ছটা মুখে লাগে ।
গিন্নীরা সব ক্ষুন্য মনে
              রয়না কিন্তু সকলে –
সংসারের চাপে একটু আধটু
              রসিয়ে কথা বলে !!