ধনঞ্জয়ের গুপ্ত সম্পত্তি –
            বহুত আছে বটে ;
যত আয় বেশিটা সাশ্রয় !
           গুঁজে রাখে গ্যাঁটে ।
বিয়ে করে বে-জায় দুঃখী –
        বেহিসাবে দিন কাটে ;
নিজের তাগিদে করতে ব্যয় –
         বুক যেন তাঁর ফাটে ।
ফ্রি –পেলে দ্যাখে কে আর –
       দোকানে বসবে গেঁটে !
অপ্রয়োজনীয় হলে ও সেটা
          রাখবে ফ্রিজে এঁটে ।
বিনা আপ্যায়নে ভোজ বাড়িতে
         দাঁড়িয়ে থাকবে গেটে –
যায়গা পেলেই দখল করে
           চেয়ারে থাকে সেঁটে ।
নাদুস নুদুস চেহারা খানি
           মাপে খানিক বেঁটে –
ওনার কথা কে না জানে
          চারদিক গেছে রটে ।
স্বামী স্ত্রী দুটি ই কৃপণ
          তাই এত তাদের পটে –
আধ পেটা খেয়ে পয়সা জমিয়ে
           দুঃখে সুখে দিন কাটে ।