আমার ভাষা -- মিষ্ট, স্পষ্ট
উচ্চারণ করি সঠিক ,
তোমার ভাবায় –ব্যপ্তিতে আড়ষ্ট  
বিচার সত্ত্বা বেঠিক ।  
আমার ধর্ম – ঐক্যবদ্ধ জনমানবের  
মহা সমস্যা বিহীন !
তোমার বর্ণে – বিচ্ছেদ ষড়যন্ত্র
জালিয়াতি সঙ্গিন ।
আমার কাছে- আরতি প্রদীপে –
তোমার বারুদে ঝলসায় !
তোমার কটু – উক্তিতে নৃশংস ,                                                                  
খুনের রক্ত বরষায় ।
তোমার আবেগ- আমীরের গুনে
আমার বিপরীত –
আমার বিবেগ –অনুশাসনে চালিত
ন্যায্যতে সমর্পিত ।
তোমার হাসি- অতিরঞ্জিত
নাট্য ক্রিয়ার ঘন্তত –
আমার ভুবন- অতিবিস্তারিত  
পরিচিতি অনন্ত ।  
রেষারেষি আর দোষারোপের
আরও আছে প্রসঙ্গ –
অহংকার আর গর্বিতদের-এককথায়
ছাড়তে চাই সঙ্গ ।