নির্দিষ্ট তারিখে প্রেমের পথিকরা
পরীক্ষা দেয় অসন্তোষে-
গচ্ছা যায় মুল ধন প্রচুর তবু-
পর্চা দেখে ,হিসাব কোষে ।
কার প্রেমিক কত কি দিল !
কে কে ঠোকে গেল !
কার পকেট টা হাসি মুখে
উজাড় করে এল ।
এদের তাগিদে দুখিগণরা
ভাড়ার কোটে সাজে -
রাজী করাতেই ফাঁকা মনে
গীটার কানে বাজে !
গাড়ী ,বাড়ী টাকার জুড়ি
সবার প্রথমে প্রেম -
বলার কথায় হয় ভোলাতে
না হলে বাঁধানো ফ্রেম ।  
যার আছে সে সুখের যাত্রায়
পারবে মানিয়ে নিতে ,
প্রতিশ্রুতির হেলায় রাখলে
মরবে প্রেমের ঘাতানিতে।
প্রেমকাহিনী নয় কো তথাস্তু -
অনেকের সাথে এর অমিল !
অতিরঞ্জিত না হওয়াই শ্রেয় !
এই আমি তেই - রাখো মিল ।