যাকে তুমি ঘৃণা কর –
তাকে নিয়ে ভাবো আরো !
গুছিয়ে রাগ বারাও
অদৃশ্য বন্ধনে জড়াও ।
কোথাও প্রেমের ঝুঁকি !
নতুবা আক্রোশের উঁকি !
মনভাবের হয়নি পুষ্ট
সিদ্ধান্ততেই যত অসন্তুষ্ট ।
এক একটা কাজ ধরি !
তাতেই একটু করে বাড়ি।
উপহাস্য কে গুরুত্ব দিয়ে
একেবারে যাই পিছিয়ে ।
যেভাবে যাকে দেখ -
সেভাবে তাকে রেখ ।
বাড়ালে মনের সংযম
হিংসা দ্বেষ হবে কম ।
শিকলের বেড়ি খানা !
সংযমে বাঁধো টানা ।
কে দেবে কষ্ট ভেবে
তুমি কি ছেড়ে দেবে?
মনের বল একমাত্র
সম্বল থাকে সর্বত্র ।
নিজেই পারবে সব !
আর রেখোনা অভাব ।
এবার যে করবে হরণ!
নির্দ্বিধায় করবো বরণ !!