এই সেই আসে সময়!
পুরানো স্মৃতি গুলি মোচড় দিয়ে হাহাকার করলে !
মলয় বাতাস ও ভোগায় ।
কত উৎসব ,সমাগম ,সমাদর সমাবেশ –ফিকে হয়ে যায় !
কালান্তরের মত অবক্ষয় !
ভোমরা ফেরে , প্রজাপতি উড়ে   যখন ফুলের মূর্ছা প্রায় !
কেউ চায় না সময়ের অপচয় ।
যে দিন সব রবে ,সেদিন সবাইকে পাবে, প্রীতির আবাহনে !
একঘেয়ে আবৃত্তির গুণগানে ,
পর কে বড় বেশি আপন লাগে ,আনাগোনা বাড়ে বিনাআমন্ত্রনে ,
যখন কাটাচ্ছ সুনামে ।  
প্রধানের তালে তাল মিলিয়ে, সবাই খেলে যায় খেল  !
তোষামোদের পোশাক পড়নে ,
সকল যখন হারায় জীবনের পরিণয় হয় জেল !
যেন বিনাদোষে শাস্তি জীবনে ।
সকল কে তুমি প্রান ভড়ে দিয়েছ,
চেয়েছো হাসি মুখটি !
তোমার তো প্রচুর- আর বেশি কি !
বিলিয়ে খুঁজেছ সুখটি ।
প্রদীপের তেল ফুরালে কি জ্বলে,ঘোচাতে অন্ধকার ?
কমতি অনাদর দেয় !
যে সঞ্চয় পারিনি রাখতে,আফসোসের ও বন্ধদ্বার !
আপনজন ও মুখ ফেরায়  ।