মোহময় সংসার – সে তো বলিদান,আত্মত্যগের
অপর এক নাম, অসাড় –
বৃহত্তর  সংসার – কৃষ্ণের প্রতি নিষ্কাম প্রেমের প্রতিক
বাহ্যিক চেতনার নিস্তার ।
শ্রী চৈতন্য স্বামী –বিষ্ণুপ্রিয়া জেনেছেন পরিণাম তাঁর -
বাস্তব পরিণয়ের বেদনা !  
প্রভু তো শ্রী চরণে মজেছেন, স্ত্রীর প্রেমের বাসনা তে-
সক্রিয় মনের নেই চেতনা ।
রাজা তেজরাজ স্বামী – শিশোদিয়ার রানী মীরা বাঈ তো
বিলাসিতা কে করেন বর্জন !
গোপালের সাথে মালা বদল – স্বামীর ঘৃণা মাথাপেতে নিয়ে
কৃষ্ণ কে করেন অর্জন  ।
বিশ্বের জননী মা সারদা –শ্রী রামকৃষ্ণের ন্যয় ভক্ত সাধকের
পেয়েছিলেন চরণে  ঠাই !
তাঁদের সংসার পদ্ম[পাতার ,টলমলতে ঢলে পড়ে
ভক্তি ,মুক্তি এর দাই ।
যে জন বুঝেছেন –অনায়াসে জেগেছেন
সংজ্ঞা  পেয়েছেন সমাধার !
বাহু তুলে আত্মসমর্পণে –করজোড়ে করতালি দিয়ে
বিতাড়িত করেন আঁধার ।
কেষ্ট করান কষ্টে আকৃষ্ট –তাঁর লীলা যে
মুক্তি প্রেমের দ্বার !  
কৃষ্ণ কিম্বা কালী – যে পান ভগবান  
তিনি বিনা পথ নেই আর ।
মানুষ রূপী যে জন কে কাছে পাও
তাঁকেই ভালোবাসা দাও !
সবাই  তো ভগবানের মাহাত্ত বোঝেন না !
মানুষকে ভগবান রূপে নাও ।