ভূমিকে চেনেন ,শিকড় কে জানেন –
প্রাণের স্পন্দন অনুভব হয় যে হাতে !
অন্নের উৎপাদন নিম্নের সংগামে ,
এগিয়ে যিনি দশের ক্ষুদার  মেটাতে ।
গ্রামীণ দরিদ্র চাষী ,সেই তো প্রধান –
প্রাণে প্রাণের মেলবন্ধন  কে বানাতে !
দিবানিশি করে এক  অবিরাম শ্রমে –
গুনমান মাটির সমতা বজায় রাখতে ।
এগিয়েছে দেশের মান ,বেড়েছে পরিধি ,
বল ,বুদ্ধি, খাদ্যের সমান সমান বিকাশে –
যারা বাড়াল স্বাস্থের মূল সম্পদ খানি !
অন্তরালে চিরদিন চাষী ,আসেনি প্রকাশ্যে ।
গুনগত মানে মেটেনি ক্ষুদা তাঁদের সন্তানের-
জঠর জ্বলে ,অনশনে ,ক্ষুদ কুঁড়া জোটে –
সাহায্যের হাত,সে তো স্থগিত  অমন্ত্রনের !
সব সমাধান হবে আগামী দিনের ভোটে ।
ঋনের বোঝা যেন ,পরিবারের সাজা –
নিয়ত নিষ্পাপ নিহত, হচ্ছে কীটনাশকে!
লুটতারজ চলে উপর অন্দর মহলে –
এদের সিকি ভাগও মেলে ভয়ের আশঙ্কে ।
উন্নয়নের নামে শত অর্থের হদিশ রাখেন না
ব্যস্ততায় জিরানোতে কাটিয়ে বেড়ায় -
এক টাকা্র ভিক্ষায় ফকির ভাই কখন  
বড়লোক হয়ে যাবে ! তা ভাবনাতে আনেনা ।
ওদের মানে তুলে ধরার দিন এসেছে -
উপেক্ষায় রাখা ভালো লাগে না !
অসহায় চাষীরা অবহেলায় থাকলে
দেশের উন্নতি কখন আর হবে না  ।