জীবনের ভাঙা গড়ার মাঝে ,শ্রী লেখার হাত ধরি চেপে ।বড় সাহসী সে আশ্রয় দেয় সবাইকে সে। সাহিত্য যারা ভালোবাসে,  দুঃখ- ভয়ে থরথর কাঁপে ! কি ভাষায় ব্যথা দেবে শুনি পাণ্ডিত্য ?  হাবুডুবু খাবে সবে মিলে অবশ্য । তার শক্তি আমি চিনেছি ! তাই ধিরেধিরে পা ফেলেছি। একশ টায় পা দিলাম সবে !আরো বার্ধক্যে চাইছি বাঁচতে ভবে ! আপনাদের সাহায্য প্রার্থী আমি -ভুল ত্রুটি আশীর্বাদের মত দামি ! সেই তো শুধরাতে শেখায় ,নিজেকে মহান ভাবা থেকে হাটায় । কবিতার এই জংশন সদাই যেন যানজট সমূহ রয় ! বাংলা কবিতা আর ফেমাস  যেন হয় ।