ট্রেনের গতি মন্থর হতেই
ঘিরে ধরে দরজা
রাহুর মত গিলছে  উগ্রাচ্ছে
ফের উইসেলে গর্জা ।
হকারের হুঙ্কারে চিন্তার সন্তুলন
ঈষৎ বিগড়ে ভাপসা ,
“ওরা অকারণে চঞ্চল” গান শুনিয়ে
জরুরি মুহূর্তের তামাসা ।
নিত্যযাত্রীর নিত্য গালিগলাজ –
অন্যের উপর চিৎকার !
দায়িত্বের বোঝা- মনিবের সোজা  
দাঁতে চিবিয়ে সৎকার ।
রোজ নামচা ফের মারামারি
বসার স্থান দখল
ফাঁকা ট্রেনের চলে ধাক্কাধাক্কি
লড়াকু সদল বদল ।
গুবরে পোকা গুবলেট করে
ছিঁচকে চোরের আচারণ !
দুর্গন্ধের দিকে সবাই সতর্ক
ভিড়ে ভিড় সারাক্ষণ ।
টিটি  কে টাটা করেনা ভয়ে
যদি সে হানা দেয় !
ইচ্ছাকৃত  নিয়ম ভঙ্গ জেনেও
বিপদ টেনে নেয় ।
চেন টেনে, গুলাব চিঠি –মাফিয়ার
ফেরাফেরি চলে বন্ধুদের !
বাবারা জানেনা ,পরেরে কামরায় –
নিশানায় বাঁধা বন্ধুকের ।  
ট্রেনের  সাথে ক্রিস্টি কালচার
আধুনিকতা বয়ে আনে
গন্তব্যের ঠিকানা অনায়াসে পায়
পৌঁছানোর তাগিদা জানে ।
বিদ্য বুদ্ধি বেহিসাবি বেচাকেনা
হচ্ছে মন পেতে !
সরল চালাক সবাই আনমনা –
ট্রেনের দুলুনিতে ।