এই সেই বৈশাখী –
তপ্ত তাপে তিক্ত তিমিরে আকাশ
         বিবর্ণের সাক্ষী ।
        বিদ্যুৎ এ বজ্রপাত –
নিমেষে ফুরায় আয়েশি মেজাজ
         এ ঝড়ের সূত্রপাত ।
          শীতল এক আবর্তন –
বৃষ্টি ঝরে গাছ মাটি ফেঁপে বাড়ে
         শীত প্রত্যাবর্তন !
          শুষ্ক জলপ্রপাত –
শুষে নেওয়া ভরাট অঞ্চল জলের
          গ্রীষ্মের ধারাপাত ।
          ফল মুকুলের ঝাড় –
লকলকিয়ে আপনি বেড়ে চলে
         পূজার যে সম্ভার !
         স্বচ্ছ আকাশ পাই –
কাল বৈশাখী ঝড়ে তোলপাড়ে মুছে
        শান্ত হয় সদাই ।
        কাব্যালঙ্কারে মাতি –
প্রকৃতি মানুষে এত সাদৃশ্য মেলে
       অবাক দৃষ্টি পাতি ।