সূর্য রেঁধে রোদ বেঁড়ে  
পাকাচ্ছে যেন লাড্ডু !
সমুদ্রে ভাসছে মাছ পাখিরা !
ভুল শেখায় ছোট্ট গুড্ডু ।
আমায় দেখে পাখিরা হাসে  
খেতে দিলে ই সুদ্দু !
নতুন জুতায় পা বেঁধে পড়ায়  –  
ভ্যংচি কাটে যত বুদ্ধু ।
নতুন দামা ফুলের রঙের
লাগছে আমায় অন্য !
শোনা কথা যতই আওরাই
গান শুনলেই ধন্য ।
নতুন অ আ, পেয়েছি নব বর্ষে –
পড়তে বসেছি সদ্য –
অল্প কথায় বেশি জানাতে–
বলছি নতুন পদ্য ।
আমার আপনজনের কাছে –
আমি নতুন অতিথি !
পয়লা বৈশাখে বুঝতে পারি
কেমন হয় নতুন সমিতি ।