স্বাক্ষর দিল মনে স্থায়ি কালি,      
         গভীরতর কোনো খাতে –
পিছু ধাওয়া করে বারংবার চিন্তা –
      পালিয়ে ফিরি কোনো মতে ।
সৌখিনতায় ভালোবাসা ভরানো-
         উপাদানের মত তোলে ফেলে
টুটা ফুঁটা সামানের পরিবর্তন এখন –
              হৃদয় কি কি না ঝেলে !
বড় নাজুক কলমের লেখা কালি -
           ফিকা হয়ে যায় ঘামে মুচে ,
অনায়াসে পাওয়ার কদর দেয় কম-  
       সস্তার জিনিষ নিমেষে যায় ঘুচে ।
মেঘে ঢাকা বুকে বৃষ্টি ধেয়ে আসে যবে –
              খরা  ঘেরা চোখে জলপ্রপাত –
অনুভবের সিকায়েত যেভাবে ভেজে জলে -  
          সিক্ততার প্রতি হয়না আলোকপাত।
মহব্বত –যে নামে যে ভাবে ডাক তাকে
               সবার আসে একবার ,কয়েকবার-
কে ছিল ঠিক কোন টার সময় বেঠিক –
           খোঁজার চাহিদা সজাগ হরবার ।