তোমার ঈষৎ পক্ক কেশর –
বয়স বৃদ্ধি,আর অবসর!
তুমি নিরিবিলি খুঁজে যেতে !
আর বেগ হবে না তা পেতে ।
দেহের; পেশীর ছিল যন্ত্রণা –
সেদিন আসত শত ,সান্ত্বনা !
তোমার কাঠামোর অন্তস্তল ;
জুড়ত কুণ্ঠিত যত শতদল ।
আজ জড়া জীর্ণ আলিঙ্গন –
চুম্বন দিতে দেবেনা অঙ্গন ।
এখন কথার উত্তর মেলা দূর !
চলে যাচ্ছে ওরা সব, সু’দূর ।
নিরালায় কবিতা লাগে ভাল !
কিন্তু আঁধারে জ্বলেনি যে আলো !
জীব দ্বীপ কি নতুনত্বে ,ভরানোর ?
অচলকে ভাবে নিয়ে তাড়ানোর !
এই দন্ধেই দিন , নিমেষে শেষ –
বার্ধক্যে,এই পাওয়াই কি অবশেষ ?