ওরা কে ?কি ওদের নাম !  
কেন হচ্ছে  ব্রাত্য ,  
কোন যোনির অজানা খুঁতে –
আকার নিচ্ছে, দৈত্য !  
আমরা করি ওদের ও মায়া !  
সবার দুঃখে দুঃখী !
সঠিক কোনটি ওরা বোঝেনা!    
ওরা মানুসিক রুগী ।    
অকালে নিয়ে যাচ্ছে প্রাণ -  
স্বার্থে র নির্বাচনে !
যত্র তত্র সন্ত্রাস ভরা -  
ওদের আচারনে ।
রূপকথার পাতার দস্যু যারা
বাস্তব্যে মিলছে সাদৃশ্য !    
শিশুর গল্প ফুরাবে না আর
রোজ দেখে সে দৃশ্য ।
কাটা, চেরা খুলির উপর -
খাচ্ছে ভাত মাংস !
সংবাদ দেখে কুষ্টি লেখে-  
বেঁচে, কত অংশ !  
শান্তির ঘুম ছিনিয়েছে তবু -
তাতেও আস্ফালন !
বেদখলে,যেখানে হৃদয় জমি  !
এবার- হবেই বিস্ফোরণ ।