একা মন বলে,একা নই আমি
বৃষ্টি পড়ে যখন;গাছের পাতায়
দোল দিয়ে যায়;আলতো হাওয়ার পেখম।
একরতি চাঁদ , জ্যোৎস্না আলো
মুঠোয় বেঁধে নিয়ে; একলা থাকার
আনন্দ কে দিলাম ছড়িয়ে।


টুকরো স্মৃতি, খামখেয়ালী, এলোমেলো কথা,
ঝোড়ো হাওয়ায় মিশিয়ে দিলাম
সকল মনের ব্যাথা; নাই বা থাকুক
শোনবার কেউ, নাই বা থাকুক আলো,
আবোল তাবোল, তাক দুমা দুম
একলা আমিই ভালো।


এক্ক-দোক্কা ছেলেবেলার ছোঁয়াছুঁয়ি খেলা,
অকারনে মনের খাতায়
হাজার রঙের মেলা;টাপুর টুপুর
বৃষ্টি যখন গাছের পাতায় ঝরে,
উড়িয়ে দেবো পাগল স্মৃতি
অচিন দেশের তরে।