রোজ রোজ আঘাত হানো বুকে
রোজ রোজ রক্তক্ষরণ,
রোজ রোজ স্বপ্নভরা চোখে
স্বপ্নের মৃত্যবরণ।
হঠাৎ করে মায়াবী মৃগের মত
মরুভূমির মরীচিকারা যত,
হটাৎ করে ফেরার হই আমি
বাড়িয়ে তূলি নিজের মনের ক্ষত।


ভোরের দিকের হিমেল হাওয়ার টান
বাড়িয়ে তোলে শিরায় শিরায় প্রাণ,
তখন আমি আমার মত হাসি
মনের সুখে খামখেয়ালে ভাসি,
একটা শিশির জমতে থাকে বুকে
বাড়তে থাকে অবাধ ধুলোর স্তর
তখন আবার অবোধ শিশুর মত
কাঁপতে থাকি ভয়েতে থর থর।