একটা সকাল থমকে ছিল ভোরের অপেক্ষায়
একটা জীবন শিশির হয়ে আমার আঙ্গিনায়।


একটা নদী নিজের মতো,আপন সুরে বয়
একটা খুশী ভীষণ আপন আমার হয়েই রয়।


একটা তুমি তোমার থেকেও হারিয়ে যাও দূরে
একটা আমি তোমার ভিতর গাইব বাঁধা সুরে।


একটা দুপুর সাক্ষী রবে আমার অপেক্ষার
একটা বিকাল গড়িয়ে যাবে মনের-ই ওপার।


একটা সাঁঝে সন্ধ্যা তারার হঠাৎ হবে হার
একটা রাতে তোমার তুমি শুধুই যে আমার।