তোমাকে দেখতে পাবো ভেবে,
এতটা পথ হেঁটেছিলাম।।
তোমাকে বলতে পারবো ভেবে,
চড়াই থেকে উতরাই......
রৌদ্র থেকে ঝড়,প্রান্ত থেকে প্রান্তর।
প্রতিবার নতুন করে গড়েছি।
প্রতিজ্ঞা ছিল আর ভাঙ্গব না-
তবু,
      প্রতিজ্ঞাকেই ভেঙ্গেছি জানো।
প্রতি বাঁকে তুমি ছিলে ছায়া হয়ে,
তবু প্রতিশ্রুতিকে হারিয়ে ফেললাম।


তোমাকে ছুঁতে পারবো ভেবে,
  ছুঁৎমার্গ কে বিশ্বাস করিনি।।
তোমাকে ভালবাসতে গিয়ে
সকাল থেকে সন্ধ্যা...
সৃষ্টি থেকে স্রষ্টা,মরূ থেকে সাগর।
পুরাতনকেও পাথেও করেছি।
শপথ ছিল আর ফিরব না-
তাও,
      থাকতে পারিনি একেবারেই।
জীবনের থেকে বড়ো সত্যি হয়ে উঠেছিলে
তাও তোমাকে পাওয়া হল না।