হয়তো বা হতেই হবে,
নিরাকার থেকে আকার
তাতেই খুশী,সত্যি সুখের
জীবন তরী, প্রেমেই মেলে।
তাইত তোর সঙ্গ খুঁজি
চক্ষু খুলে।


তুই কি ভাবিস?
ভাবনা যত তোর মনেতেই!
আমি কি তোর খেয়াল খুশী?
দেখিস না চাঁদ,মাথার ওপর,
বাজায় বাঁশি,
তাইতো তকে জীবন দিয়ে ভালবাসি।


ভুল বুঝেছিস? মিথ্যা কথা,
শপথ কত গভীর জানিস?
সূর্য সকাল, তপ্ত দিনের
কালবোশাখী নিত্য রাগী।
তবুও আমি তোর মত নই
জীবন জুড়ে তোরই আছি।