ভাবছি কিন্তু অনেক কিছু, কিছুই আবার ভাবছি না,
চোখের সামনে দেখছি সবই,মানছি আবার মানছি না।
কেমন করে দিন চলে যায়,রূপ বদলায় ঋতুদের,
কোথাও যেন এক থেকে যায়,খামখেয়ালী ভীতুদের।
চতুর্দিকে ঘুরছে শুধু অবাক করা চালাক মুখ,
ভাবছে এবার পেয়েই যাবে লোক দেখানো অলীক সুখ।
রাজপথে রোজ স্বপ্ন বিকোয়,মিথ্যা আশায় মন মাতে,
পাগল গুলো ঘুম ভেঙ্গে রোজ,কচলায় চোখ নিজ হাতে।
যার বাঁচা সে নিজেই বাঁচে,ফেলছে করি মাখছে তেল,
কারোর তবু গা জ্বলে যায়,কাক হয়ে তাই খুজছে বেল।