বাহুডোরে হিল্লোলে অসাধ্য সাধন,
তার ই মাঝে পাখী ওড়ে অঝোর শ্রাবণ।
প্রকৃতির প্রাণ আছে,টান আছে গানে
মিলে যাওয়া ওষ্ঠরা ভালোবাসা জানে ।
একা বসে ভীড় করে পুরনো স্মৃতি
ধুয়ে যায় মলিনতা অকারণ ভীতি।
ঘুমে চোখ জুড়ে আসে কি যেন আবেশে
পিছুটান চুপিসারে বূকে এসে মেশে।
পাশে তুমি শুয়ে আছ চেনা লাগে সব,
তোলা আছে ফোটো ফ্রেমে আমার শৈশব।