সেদিন আমি দু হাত ভরে ফুল তুলেছি
বলতে পারিস এমন কি আর ভুল করেছি!
পড়েই ছিল গাছের তলায় এরম সেরম
একটা মালা গাঁথব ভেবেই তুলে নিলাম।
আমার সে মন নিস্পাপ আর স্বপ্নমোড়া,
বলল আমায় ছুট লাগাতে লাগামছাড়া।
কেউ ছিল না আসে পাশে,আমি ই একা,
মনের সুখে চলেছি পথ আঁকা বাঁকা
তবুও সে কি বলল জানিস! লোক দেখানো।
বলতে পারিস অমন বুলি কার শেখানো?


কাঁদব না আর, চোখের জলে ভাত রেঁধেছি,
নিজেকে আজ নিজের ভেবে খুব সেজেছি।
গাছের তলায় ঝাঁট দিয়েছি আছহা মত,
শাস্তি স্বরূপ বাড়িয়েছি আজ মনের ক্ষত।
ফুল গুলো আজ কাঁদবে কাঁদুক, হোক অভিমান
গাছের কাছেই ফিরিয়ে দিলাম প্রেমের সে দান।
তবুও সেদিন পাখীর ডাকে ভোরের আলো,
মেঘলা আকাশ আমার মতোই নিকষ কালো।
ভীষণ প্রিয় বৃষ্টি এল ভিজিয়ে দিতে,
বন্ধু, যেন সে না আসে আমায় নিতে।


২৯/০৬/২০১৫
১ঃ৫০pm