সব তারাগুলো লুকিয়ে ছিল আকাশের বাহুডোরে
কাকভোরে ঘুম ভাঙেনি সপ্তর্ষি আর কালপুরুষের,
সমুদ্রের বূক ছিঁড়ে বেরিয়ে এসেছিল সূর্য
ছোট্টো শিশুর ছদ্মবেশে ঘুমিয়ে ছিল সাগরপারে।
কোনও হিংস্র প্রাণ খুবলে নেয়নি এতটুকুও,
শুয়ে ছিল সেভাবেই,যেভাবে ঘুম পারাত মা।
আমরা ছবি তুলে ছেপে দিয়েছি,চিন্তা ভাবনা কল্পনা।
সভা করেছি,মিছিল করেছি,উপহাস করেছি,
রাতের অন্ধকারে সব তাচ্ছিল্য দূরে সরিয়ে
দুই হাতে বালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়েছি নিজস্ব বিছানায়।
তারপর সব স্মৃতিতে তালা লাগিয়ে অপেক্ষা,
গণতন্ত্র স্বীকার করেছে আমাদের অবলীলায়।
দুঃখ পেলেও খুশী হয়েছি জেনে কেঊ সুখী নয়।
আমাদের বিচার তারাদের মতো নিভৃতে কাঁদে,
আমরা হাসি মুখে মেনে নি জন্মিলে মরিতে হবে।
সূর্য ওঠে দু মিনিটের ব্যাবধানে।