আমি যখন হারিয়েছিলাম, তখন কী তোর ছিলাম না?
ছিলাম।
ভুল বুঝাবুঝিতে; ভুলের ছলে মিশে হেসেছিলাম,
তোকে ভুল না বুঝে; তখনো ভালোই বাসতে ছিলাম।


আমি যখন লুকিয়ে রইতাম, তখন কী তোকে ভুলে থাকতাম?
না।
তখনও লুকিয়ে থেকে, মাধুরী মেশানো মধুতে তোকে
মধুময় করে তুলতাম।


আমি কী কখনো তোকে ভুল বুঝতাম?
মনে হয়তো হতো- হ্যা, আসলে তা- না।
তোকে ভুল বুঝবার ভান করে; নিজের অঝোর কান্না থামাতাম।


আমি কী তোকে ভুলে যেতে চাই?
কক্ষোনো না!
তুই তো অনেক আদরের!
ভুলে যাবার মতই যে-না!


তোকে কী সবসময় মনে রাখবো?
অবশ্যই তাই!
মনে পোষে রেখে; আদরের "পুষন পাখি" নামে তোকে ডাকবো।