কতখানি কষ্ট পেলে
কান্না রূপ নেয় অশ্রুতে!
কত জল ঝরলে চোখে
অশ্রু বিলীন হয় বাষ্পে?
দৃষ্টি পাথর; বলো কোন সে দৃষ্টিকে যেচে?

কতখানি গভীর আর ঘন নোনা জল!
অতল সাগর কী পায় খোঁজে তল?
অপেক্ষায়, তৃষ্ণায়, আকুল চাতকী-চোখ;
অনন্ত সিন্ধুকে সেচে-
এক ফোটা অশ্রুতে; রেখেছে বেঁধে।