চিত্রকলায় মন সেই ছবি খোঁজে,
প্রতিকৃতি যার,রয়েছে তার
                       ধ্যানে,অবচেতনে।                    
সুরে মিল পায়;প্রাণের সেই সুর,
নিজের কণ্ঠধ্বনি মিলে যায় যা'তে
                                 সমস্বরে।


নৃত্যে ঝংকৃত;তোমার সেই তুমি,
অন্য ঘুংগুরদের বোল বাজতে দিয়ে;
যে কী-না আড়াল
                  একটি ঘুঙুরের সম'এ
       
সংগীত হৃদয়ছোঁয়া তখনই হয়,
ছন্দে গীতিতে;শ্রোতা যখন তা'তে
                    পূর্ণমাত্রায় মিশে রয়।


শিল্পকলা প্রিয় হয়ে ওঠে, বলো তো কখন?
সুর, রঙ, ছন্দ, ঢং এ উপস্থিত থাকে যখন
                          প্রিয়তম মানুষটির মন।