সেজেছে বিরহ ফুলে;বৈরী বসন্তদিন-
                  আকাঙ্ক্ষার সমাধি দিতে।
ফাগুন আসে;ফাগুন ফিরিয়ে দিতে,
ফাগুন আসে;ফাগুন ফিরে যেতে
আসে-
বিসর্জণের করুণ;তার-সানাই শোনাতে।
চোখ রাংগানো কৃষ্ণচূড়া চোখ,
প্রত্যাখ্যানে যার- সুখ,
                   আরেক ফাল্গুনে মাতে।


সিঁথির সিঁদুর মুছে,
           গোলাপ মাড়িয়ে যায়- সে কে?
ঝরে পড়ে পাপড়ি বিলাস-
           গাদোয়ান কুর্তা থেকে,
মেতে ওঠে গাদা ফুলের হলুদ-
                           বসন্ত উৎসবে।


ফাগুন ভুলিয়ে দিতে;ফাগুন আসে,
ফাগুন ভুলে যেতে;ফাগুন আসে।
কোকিল গেয়ে ওঠে-
                আড়ালে বিরহ পুষে,
স্বপ্ন,আশা,কিরণ জয়ী রঙ-
বিরঞ্জিত- বিবর্ণে,
                বিবাগী ফাল্গুন মাতে-
                          বসন্ত বৈরাগ্যে।