অক্ষর ব্রেইল ছুঁয়ে
ফুটিকা লিপিতে লিখে রাখে অভিমান,
ছল ছল অন্ধ চোখে
চিবুক তুলে- তাকানোর ভংগি,
তফাত টা কি?
তুলনার তুলাদন্ডে বুঝে,
জন্মান্ধ ওই চোখ দু'টি জানে না-
কী করে তাকাতে হয়!
তারও তো শেখা হয়নি-
হৃদয়ের ভাষা;
চোখে চোখ রেখে ব্যক্ত করা।


দুই সাগর দুই চোখে,
পরিচয়- ঢেউ আর ঢেউয়ে।
জলে ভরে ওঠে-
ঢেউয়ের আঘাতে,
কেঁদে কেঁদে শুন্য হওয়া বুকে-
গভীর খাদ!
স্ব জলে সিনান করা অর্ধ চাঁদ,
ঢেউ সামলে রাখে।


এক আকাশে যে- তিন তিনটি চাঁদ পুষে,
তা'কে আর মনে পড়তে নেই!