নিঃসংগ নৈসর্গে হেঁটে চলা তা’র
ক্লান্তির ঘাম মুছে,
এক ঝটকায় উঠিয়ে নিলো-
চলন্ত ঘোড়ায়…
       প্রকর্ষ ঘোড়সওয়ারী
       নৈকষ্য প্রবীর।


বদলে দিয়ে সুর-তাল
ছন্দ প্রচয়ন,
এনে দিলো জীবন-গতিতে ক্ষিপ্রতা!
        প্রতিপ্রভ দৃষ্টির
        প্রোত প্রচেত্যে।