কেন ভাঙ্গলে শপথ?
অলিন্দ-নিলয় ব্যবধায়ক!
সমগ্র হৃদপিণ্ড জুড়ে তাই
শুধুই নিলয় . . .


নীল শিরার গিরি-গলি পথ
ঐক্যবদ্ধ
       মাস্তান পাহাড়ে ।
টালমাটাল অম্লজানের রথ
বাঁধাপ্রাপ্ত
       অনিয়ম এর দেয়ালে ।


প্রতিদিন অসংখ্যবার প্রতিজ্ঞা করে,
অসংখ্যবার প্রতিজ্ঞা ভংগ করে ওরা ফিরে যায় I
অপাপবিদ্ধ হয় না স্বদেশ,
বিশ্বাসঘাতকের তালিকায় বাড়ে নাম I


প্রকৃতির মত তুমিও যে; প্রতারণার ছলে,
শুদ্ধ হ'তে দিলে না আমায়!