মুছে নাও- মন থেকে,
        হৃদয়ে আকা- ছাপ চিত্র।
অবচেতন গালিচার নরম থেকে-
                জ্বলজ্বলে নক্ষত্র।
আলোর দেয়ালি থেকে-
অক্ষরে নির্মিত-
           নামের বিশেষ ক্রম।
ভুলে যেয়ো-
          মনে রাখা-
পঞ্চম শ্রেণীর রোল নম্বর।


ভুলে যেতে চেয়ে;ডেকে নিতে পারো-
অন্য রমণী,নারী,বালিকাদেরও।
অবোধ শিশুদের নিষ্পাপ মুখাবয়বের দিকে
চেয়ে থেকে থেকে,শিখে নিও- ভুলে থাকাকেও।


ভেজা চুল নিংড়ে নেয়া জল বিন্দু দেখে
মনে পড়ে যদি কারও-
          পড়ার টেবিলে রাখা-
বই এর পাতায়;টুপটাপ কান্নার ফোটা,
সজল চোখের নিরব আকুতিকে ভালোলাগা,
ভুলে যেয়ো।


ভুলে যেয়ো কারো আশায়,অপেক্ষায়
বারান্দায় নিত্য দাঁড়িয়ে থাকার মধুরতা।
কাঠি লজেন্স মুখে পুরতেই-
দম ফাটানো হাসির ইতিকথা।
ভুলে যেয়ো-
তোমাদের সাংকেতিক চিহ্নের বৈপরীত্য,
বিপরীতমুখী ব্যক্তিত্ব।


ভুলে যেতে যেতে,কাওকে যদি মনে থাকে,
সকল ছাপিয়ে কারও অস্তিত্ব যদি ভীড়ে-
           কিংকর্তব্যবিমুঢ় দূর্ভেদ্য নগরে,
অবশেষে কী করবে? যুদ্ধ করতেই থাকবে?
না-কি,শীতার্ত ঠোঁট দু'টোতে-
           আদর লেপে দিতে দিতে,
ব্যস্ত কীষানের মতো সহজ কর্ষণে যাবে-
           স্থলপদ্মের বীজ বুনে দিতে?
আর বিভোর হতে থাকবে-
           কস্তুরি ঘ্রাণ ছড়াতে?