অসাধারণ কেউ নও বলে যে ভালোবাসা পাবে না,
তা কিন্তু না!


কবিরাও বানোয়াট অনুভূতি নিয়ে কবিতা লিখে,
শিল্পীরাও যে যেভাবে প্রকাশ দেখায়, বাস্তবে তা'রা
ঠিক তেমনটি না।
গল্পকার কাল্পনিক গল্প লিখে; জীবন থেকে নেয়া
চরিত্র সাজিয়ে।
প্রেমিক প্রেম করে, প্রতিশ্রুতি দেয়া
                                      মিথ্যে বাক্যে।


শিল্প সাহিত্যে যে যা সত্য বলে
তার সবটুকু যেমন সত্যি না,
আবার সবটুকু মিথ্যে-ও-না!
সত্য মিথ্যের মধ্যে দোলায়মান থেকে,
আকাঙ্ক্ষা ও স্বপ্নের সৌন্দর্যকে পূর্ণতা দেবার প্রয়াসে
শিল্প ও সাহিত্য গড়ে ওঠে।


তোমার না বলা কথাটি যদি; বলবার শব্দ খুঁজে না পায়,
সুর না থাকে যদি কন্ঠস্বরে,
যদি না হও শিল্পী যন্ত্রী কবি,
না যদিবা হও; চিত্রকর স্থপতি,
তবু ফুল হাতে; সামনে এসে; দাঁড়াতে তো পারো!
মনে রেখো, ভালোবাসতে সাহস থাকাটাই বড়।


তোমার অব্যক্ত কথামালা আর অনুভূতি,
সহজ সরল অভিব্যাক্তি; ঠিক বুঝিয়ে দেবে-
ব্যাকুল চোখের আকুল করা মিনতি।


অনেক কিছুতেই ছলনা আর চাতুরী থাকতে পারে
মিথ্যে বিরাজ করতে পারে, কথা আর কাজের ভাজে,
তবে সরাসরি চোখে চোখ রাখা চোখের ধ্যান,
চোখের মধ্যিকার ভালোবাসার নিখাদ ভাষা
                                     মিথ্যে হতে পারে না!


তার চোখে সে নিজে থাকে না! থাকে অন্য কেও।
নিজেকে পরিপূর্ণ দেখতে চেয়ে
তা'র আয়নাতে; যে দাঁড়ায় এসে দৃঢ় চিত্তে
সে দেখতে পায় নিজেকে সেই-; অন্যের চোখের আয়নাতে।


নিজেকে তাই ঠিকমত; প্রিয়'র আয়নায় ধরে রাখো!


যে মানুষটি যা'র মনে থাকে,
সে মানুষটির অদৃশ্য ছায়াটিও লটকে থাকে,
                          অদৃশ্যে দৃশ্যমান প্রিয় ছবি হয়ে।


আর মানুষটি যখন সামনে এসে দাঁড়ায়,
ছায়াটি মিলিয়ে যায়; দেহের কায়ায়।
দৃষ্টির মিলন ঘটে, তৃষিত চোখের চাওয়ায়।


যে আকাশের প্রচ্ছদের রঙ বদল হয়
সে আকাশের নীচে দাঁড়িয়ে মানুষ হয়তো মিথ্যে বলে!
সাগরের জলের মত চোখের যে জল; নোনা আর তিক্ত হয়,
সাগরের বিশালতা যা'র চোখের সচ্ছতায় বয়,
তার চোখ কখনো কাওকে; ফাঁকি দিতে পারে না!


নদীর গন্তব্য সাগরে, সে সবাই জানে!
নদীর ফাঁকি তাই; ধরা পড়ে সাগরের কাছেই!
ফাঁকি থাকে না বলেই,
একে একে সব নদী এসে মিশে
                                অথই সাগরের জলে।


মনের ভেতরের সত্যানুভুতি যদি
সাগরের হাহাকারের মত সত্য হয়,                           
তবে তুমি যতই সাধারণ হও না কেন
তোমার অসাধারণ ভালোবাসা তখন আর
                                   গোপন থাকতে পারে না!