বিকেলের রোদ শেষে -
গা ঢাকা ওমে, বেড়ে ওঠা সবুজ ঘাসের ডগা ছিঁড়ে,
পাতা; কুঁড়ি আরো কিছু অবু্‌ঝ - বুনো ফুল নেড়ে চেড়ে
দ্রুত পায়ে হেঁটে পৌঁছে যাও যখন - রমনার সীমা ছেড়ে
কেঁপে ওঠে বিশ্বাসের ভীত!
হারায় সম্বিত,
অনুরাগী রঙ।
গোধুলী ছেঁয়ে যায় - বিষাদ বেদনায়
হিজল চ্ছটায়।


এভাবে আর এখানে এসো না!
ভাঙ্গতে নেই কারণে অকারণে - প্রাণের প্রতিমা!
যে ফুল দলে যাবে আজ মনের খেয়ালে,
আছড়ে ভাঙ্গবে; তোমার ঘরের সাজানো ফুলদানি
                                       অন্য আর কেও,
তেমনি কোনও, নতুন সাজানো - কূট কৌশলে।