তারুণ্য থাকে না;বয়সের আটুনিতে বাধা।
প্রাণের সজীবতা- হর্ষ,আনন্দময় তারুণ্য!
উচ্ছ্বাস উল্লাস;যৌবনের ধর্ম।          
                                                   
প্রাণোদ্যমের কাছে হার মানে-
                             বয়স,পদবী,গদি,
জীবনে 'জীবন' পেতে চাও যদি,
খোঁজ আনকোরা মন,বয়সের নবীনতা নয়।
            
কন্যা কুমারীর বয়স;আঠারো কী উনিশ
খুঁজে লাভ বলো কী-বা হয়?
জানবে কী করে,বার্ধক্য কোথায় রয়?
দেহ মন কাম এ তারুণ্য,যৌবনের পরিচয়।