তুমি এখন বিবাহিত।


নব বধূর আঙুলে তোমার দেয়া-
হিরের আংটি,হাতে সোনালী জরির রাখি
            পরিয়ে দেয়ার যত্নে;মায়া বিবর্তিত।
যে বাসনার উদ্রেগে;ভালোবাসা নামের দুরাশা
একদা অংকুরিত,তা আজ তিরোহিত।
জাল পেতে বধ করেছিলে এক-
            মাছরাঙ্গা পাখিনির হৃদয়।


পালকের আড়ে লাগে- টান টান ব্যথা!
ককিয়ে ওঠা মন;মনে করিয়ে দেয়-
           অত্যাশ্চর্য এক স্নায়ুবিদের কৌশল,
যে কী-না অদৃশ্য সুতোয় ডানার পালক
           আটকে রাখে,উড়তে দেয় না।
কেবল দূরে কোথাও আড়ালে থেকে-
           উপভোগ করে যায়-
লট্‌কে থাকা ডানায় টান খাওয়া পাখিটির-
স্নায়বিক যন্ত্রণা!


ভোগের বিকারকে যে
'প্রেম' বলে আখ্যা দেয়া যায় না;
তা সে বোঝে না।