বিশ্বাসে মিলায় তা'কে- প্রশ্বাসে,
সে আছে- অনুভূতিময়!
কাংখিত অনুভব,প্রিয় অভিলাসে।


যা কিছু অচেনা;চেনার আগে,
অন্তর বাহির;সুপ্ত অন্তর্নিহে,
চিনি তাদেরে- সাত সুরে,বর্ণালী রংগে।
হিম শীতল ঝড়ো তুষার ঝরা রাতে
সাদা ক্যানভাসে,
একাকী নির্জণ-;গহীন অরণ্যে!


ঘ্রাণান্দ্রিয় যেমন খুজে যায়- প্রিয় ঘ্রাণ!
হৃদয়- প্রিয়,
বাতাসে মিশে থাকে- ছাতিম ফুলের সৌরভ,
মন কেমন করা-পঞ্চেন্দ্রিয়।
শব্দপ্রেম,কথা,গান ও কবিতায়
বিরাজিত সে,
সংবেদ জয় করা,অপূর্ব মাধুর্যে।